বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ কী ?


বুদ্ধ পূর্ণিমা

ইং 07/05/2020- অপ: 4 ঘ:45মি:55সে: থেকে
 08/05/2020-  2ঘ:39মি:42সে পর্যন্ত থাকিবে। 
(বাং ২৪শে বৈশাখ ১৪২৭--২৫শে বৈশাখ ১৪২৭) 

বুদ্ধ পূর্ণিমা তিথি গৌতম বুদ্ধের জন্ম গ্রহণের পূণ্য তিথি। এই  তিথিতে তিনি সিদ্ধিলাভ  করেছিলেন। এই দিন টি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ  ত্রিপিটক পাঠ, মন্দিরে বুদ্ধদেবের বন্দনা ও বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়ার দ্বারা দিনটি পালন করা হয়।

বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ--

 দুঃখের মূল কারণ উন্মোচনে জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ শ্রেষ্ঠ আটটি পথের সন্ধান দিয়েছেন। সেগুলো হল যথাক্রমে---

1) সম্যক দৃষ্টি--> ভালো খারাপ কাজের সঠিক জ্ঞানকে বলে সম্যক দৃষ্টি।  

 2)সম্যক সঙ্কল্প--> প্রতিহিংসাবিহীন সঙ্কল্পকেই সম্যক সঙ্কল্প বলে।

3)সম্যক বাক্য--> সত্য, প্রিয় ও অর্থপূর্ণ বাক্য হল সম্যক বাক্য।

4)সম্যক কর্ম-->হিংসা, চুরি, ব্যভিচার ছাড়া ভালো কাজ।

5)সম্যক জীবিকা--> সৎ জীবিকা দ্বারা জীবনযাপন করা।

6) সম্যক প্রযত্ন--> সুচিন্তার যত্ন ও বৃদ্ধির চেষ্টাই সম্যক প্রযত্ন বা প্রচেষ্টা।

7) সম্যক স্মৃতি-->ভালো কাজের প্রকৃত স্থিতি এবং মলিনতা দূর করা সম্ভব, এ কথা স্মরণ ও ভাবনাকে বলে সম্যক স্মৃতি।

8) সম্যক সমাধি-->মনের চঞ্চলতা দূর করে চিত্তের একাগ্রতালাভ কে বলে সম্যক সমাধি। 

এই আটটি মার্গ বা পথ অনুশীলন করাই হলো ‘আর্য অষ্টাঙ্গিক মার্গ’। এই পথ অনুসরণ করলে চরম শান্তি পাওয়া অবশ্যই সম্ভব।

               
     
          বুদ্ধ দেবের সম্বন্ধে জানতে নিচে ক্লিক করুন

               👉🏻 <<Read More>>


Post a Comment

0 Comments