হিন্দুধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম। কারণ এটি প্রাচীনযুগে আর্বিভূত হয়েছে।
ধর্মাবলম্বীরা একে সনাতন ধর্ম ("চিরন্তন নিয়ম বা চিরন্তন পথ") বলে আখ্যায়িত করেন ।
পন্ডিতরা হিন্দুধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ ও চিরন্তন কর্তব্যের কথা যেমন সততা, অহিংসা, ধৈর্যশীলতা, সমবেদনা ও আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি আরো অনেক মানবিক উৎকর্ষ জনক উপায়ের কথা এবং বাহ্যিক আচার বিচারের থেকে পরম সত্যের জ্ঞানকে সর্বদাই মুখ্য স্থান দিয়েছেন।
শাস্ত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ নির্দেশিকাগুলি, জ্ঞানের বই, বা একটি পবিত্র গ্রন্থ।
যা শৈল্পিক বা সাংস্কৃতিক শৃঙ্খলার নিয়মকানুন এবং মানগুলি ব্যাখ্যা করে বা এটি সেই বিষয়ে শিক্ষার সংস্থাকে বোঝায়।
জীবন কী হওয়া উচিত তার একটি ধারণা প্রকাশ করে। শাস্ত্র গ্রন্থগুলি বিশ্বের সাহিত্যের অন্যতম বৃহৎ অঙ্গ ।
উদাহরণস্বরূপ-- নীতিশাস্ত্র, যোগশাস্ত্র, অর্থ শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র ইত্যাদি।
পূজা----
পূজা=পূ+জা । পূ=পূনঃ,জা=জাগরন ।
অর্থাৎ পূজা মানে পূনঃজাগরন। অর্থাৎ
মনের ভেতরে বার বার বা পূনরায় ভগবানকে জাগিয়ে তোলাকেই ভগবানের পূজা বলে।
যা হিন্দুদের দ্বারা এক বা একাধিক দেবদেবীর
প্রতি ভক্তিমূলক শ্রদ্ধা ও প্রার্থনা আধ্যাত্মিকভাবে করা হয় ।
এটি মানুষের মনে মধ্যে প্রশান্তি নিয়ে আসে। এবং জগৎতের কল্যাণ ও পরম সত্যের সন্ধানের অন্যতম পথ প্রদর্শক। যা অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা যায়।
পূজা----
পূজা=পূ+জা । পূ=পূনঃ,জা=জাগরন ।
অর্থাৎ পূজা মানে পূনঃজাগরন। অর্থাৎ
মনের ভেতরে বার বার বা পূনরায় ভগবানকে জাগিয়ে তোলাকেই ভগবানের পূজা বলে।
যা হিন্দুদের দ্বারা এক বা একাধিক দেবদেবীর
প্রতি ভক্তিমূলক শ্রদ্ধা ও প্রার্থনা আধ্যাত্মিকভাবে করা হয় ।
এটি মানুষের মনে মধ্যে প্রশান্তি নিয়ে আসে। এবং জগৎতের কল্যাণ ও পরম সত্যের সন্ধানের অন্যতম পথ প্রদর্শক। যা অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা যায়।
0 Comments