পঞ্চ দেবতা

পঞ্চদেবতা


পঞ্চদেবতার পূজা হল হিন্দুধর্ম সম্প্রদায়ের একটি পূজার পদ্ধতি। আনুমানিক, অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্কর পঞ্চদেবতা পূজার প্রবর্তন করেন। এই পঞ্চদেবতা হলেন গণেশ, সূর্য, বিষ্ণু, শিব ও দুর্গা। স্মার্ত পারিবারিক নিয়ম অনুসারে, এই পঞ্চদেবতার কেন্দ্রে থাকেন গনেশ,শিব উপরের বাঁদিকে, দুর্গা উপরের ডানদিকে, বিষ্ণু নিচে বাঁদিকে ও সূর্য নিচে ডানদিকে । ছোটো মূর্তি বা পাঁচ ধরনের বিশেষ পাথরে বা মাটিতে আঁকা বিশেষ চিত্রে (যন্ত্র) পঞ্চদেবতার পূজা হয়। প্রত্যেক পূজা তে গনেশআদি পঞ্চদেবতার পূজার পর অন্যান্য দেবতার পূজা করা হয়। 





             

   **      অনুমতি ভিন্ন কোন লেখা কপি করা আইনত অপরাধ।




Post a Comment

0 Comments