Manasa Devi( মনসা দেবী)



 সর্পদেবী রূপে মা মনসা পূজিতা হয়ে থাকেন।

মনসা নাগ-রাজ (সর্পরাজ) বাসুকীর ভগিনী ।

পুরাণ ও কিংবদন্তি অনুসারে, মনসার হলেন শিব এর স্বীকৃতকন্যা ও জরৎকারু এর পত্নী। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী (শিবের স্ত্রী পার্বতী) তাকে ঘৃণা করতেন। এই কারণে মনসা অত্যন্ত উগ্র স্বভাব প্রকৃতির।

 শিব বিষ পান করার পর মনসার মধ্যে তা সঞ্চার হয় এবং ‘বিষহরা’ নামে পরিচিত হন।

মনসার স্বীকৃত পিতার স্ত্রী মা চণ্ডী তার একটি চোখ পুড়িয়ে দিয়েছিলেন তাই তাকে ‘একচক্ষু-বিশিষ্ট দেবী’ বলা হয়।

সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্যলাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়।


👉🏻 গীতা সম্বন্ধে জানতে Click করুন। 

Post a Comment

0 Comments